রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে ডিজিটাল দিবস উপলক্ষে বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীর জেলা প্রতিনিধি: ডিজিটাল দিবস-২০২০ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।
প্রতিযোগিতার শুরুর আগে উপজেলা কৃষি অফিসের হলরুমে এক অলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সসভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলার আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নাহিদ নাজনিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শাজাহান মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন , উপজেলা জনস্বাসাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুস সালামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন ‘সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অসামান্য অবদান রেখেছেন কিন্তু এ সুবিধা ব্যবহার করে কেউ কেউ গুজব ছড়াচ্ছে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হতে হবে। আগামী ১২ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেয়া হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button