রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে পিতার ইটের আঘাতে পুত্র নিহত

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পারিবারিক কলহের জের ধরে পিতার ইটের আঘাতে খুন হয়েছে ছেলে)মো. সনু (৩২)। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১১ টায় শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ি এলাকায়। এ ঘটনায় পুলিশ পিতা মো. ভলুকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, ওইদিন নিহত সনু বাড়িতে থাকা একটি পেয়ারা গাছ কেটে ফেলে। এ নিয়ে পিতা ও তার তিন ভাইয়ের সঙ্গে ঝগড়া বাধে। এরই এক পর্যায়ে পিতা ভলু ইট দিয়ে সনুর মাথায় সজোরে আঘাত করে। এতে তার মাথা ফেটে গেলে সে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বাদি হয়ে তার শ্বশুর ও তিন দেবর কোরবান আলী, সুরজ ও চাঁনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button