রাজশাহী বিভাগসারাদেশ

ওয়েভার বিষয়ে পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন

স্টাফ রিপোর্টারঃ পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (পিইউবি)‘র শত শত ছাত্র-ছাত্রী ১০০% ওয়েভার পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রংপুর রোড গোকুল বগুড়ায় গত শনিবার আন্দোলন, সংগ্রাম ও ভাংচুর করে।
এই দুঃখজনক ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরী সভায় বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় থেকে জানা যায় পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদেরকে গড় ৫৩% ওয়েভার, শিক্ষা বৃত্তি দেওয়া স্বত্বেও ছাত্র-ছাত্রীদের দ্বারা করোনা পরিস্থিতির মধ্যে ব্যাপক জমায়েত, স্লোগান, সংগ্রাম, ভাংচুর, শিক্ষকগণকে বিভিন্ন কক্ষে আবদ্ধ করে রাখা কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এরুপ নজির নাই। অত্র বিষয়ে তদন্ত পরিচালনা করে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button