রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে প্রতারণার অভিযোগে অনলাইন আমার বাজারের ৫জন গ্রেপ্তার

নীলফামারী জেলা প্রতিনিধি: অনলাইনে প্রতারণার অভিযোগে ই-কমার্স কোম্পানী হিসেবে পরিচয়দানকারী প্রতিষ্ঠান আমার বাজার লিমিটেড সৈয়দপুর কার্যালয়ের ৫জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, প্রতারণার শিকার ভুক্তভোগী কয়েকজন যুবক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদের কাছে অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলমের নেতৃত্বে পুলিশ তাদেরকে আটক করে। এসময় তাদের কাছে কোন বৈধ কাগজপত্র এবং ব্যাংকের আর্থিক লেনদেনের হিসাব পাওয়া যায়নি। আটককৃতরা হলেন, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর মামা পাড়ার মৃত নেজাম উদ্দিনের পুত্র আব্দুল কাদের (৩৫), শহরের কলিম মোড়ের হাফিজ উদ্দিনের পুত্র জালাল উদ্দিন (২৯), নতুন বাবুপাড়ার আবুল কাশেমের পুত্র ওয়াহেদুজ্জামান (১৭), ইসলামবাগ বড় মসজিদ এলাকার মোহাম্মদ জীবনের পুত্র ইয়াছিন বাপ্পী (১৮) ও বাঁশবাড়ির মো. নাদিমের পুত্র মিজান আরফিন (১৮)।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নাসিম আহমেদ বলেন, প্রতি মাসে লাখ টাকা আয়ের প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র বেকার যুবক-যুবতীদের প্রতারণা করে আসছে। এ চক্রের সাথে যারা জড়িত আছে তাদেরকেও আইনের আওতায় নেয়া হবে বলে জানান তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button