রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে মিথ্যে নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের ভুয়া ভর্তির ছাড়পত্র দিয়ে স্বামীসহ তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে স্ত্রী নিলুফা ইয়াসমিন মিথ্যা নির্যাতন মামলা করেছে বলে অভিযোগ মিলেছে। এ অভিযোগ করেছেন স্বামী শামসুল হুদা সোহেল। অভিযোগে জানা যায়, আসামিরা নিলুফা ইয়াসমিনকে যৌতুকের দাবীতে নির্যাতন করে। এতে অসুস্থ্য হয়ে তিনি চলতি বছরের ১২ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেন। কিন্তু ওই হাসপাতালের মেডিকেল অফিসার ডা.ওমেদুল হাসান সরকার জানান, ফরম নং ৮১৭ রেজি নং ৩৮৭৫০/ ১০২/১২ সার্জারি ওয়ার্ডে রেজিস্টার বইয়ে এ নম্বরে নিলুফা ইয়াসমিন নামে কোন রোগীর নাম খুজে পাওয়া যায়নি। এছাড়া ছাড়পত্রে স্বাক্ষকারী ডা.আরিফুল হককে ছাড়পত্রটি দেখালে স্বাক্ষরটি তার নয় বলে জানান। ফলে ওই ছাড়পত্রটি সন্দেহাতীত। প্রায় দু’বছর আগে সৈয়দপুর শহরের চাঁদ নগর এলাকার শাহিদ শরিফের মেয়ের সাথে দিনাজপর উপশহরের মৃত নূরুল হুদার ছেলে শামসুল হুদার সোহেলের বিয়ে হয়। তাদের সংসারে ১৮ মাসের এক পুত্র সন্তান রয়েছে। চলতি বছরের ১১ মার্চ কাউকে কিছু না বলে সে বাবার বাড়ী সৈয়দপুর চলে আসে । স্বামীর পরিবার দাবী করছে আসার সময় সে ৫০ হাজার টাকা ও তাদের দেয়া ৭ ভরি সোনা নিয়ে যায়। সোহেল জানায়, অফিস থেকে এসে জানতে পারি সে চলে গেছে । এরপর আমার মা ও বোনকে তাকে আনার জন্য শ্বশুর বাড়ি পাঠাই । তারা সেখানে গেলে আমার স্ত্রী ও তার পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে তাড়িয়ে দেয়। এরপর আমি নিজে যোগাযোগ করলে সে আমার সাথে সংসার না করার কথা জানায়। আমি ফিরে এসে দিনাজপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরী করি। যার নম্বর ১২৫০। তার পর মুসলীম পারিবারিক আইন ৭ (১) ধারা মতে তালাক নামার নোটিশ পাঠাই । সে তালাকের বিষয়টি মেনে নিতে না পেরে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এরমধ্যে জানতে পারি সে আমিসহ আমার পরিবারের লোকজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নীলফামারী আদালতে মামলা করেছে । এব্যাপারে নিলুফা ইয়াছমিন ও তার পরিবারের লোকজন সাথে কথা বলতে চাইলে তারা কোন কথা বলতে রাজি না হওয়ায় তাদের কোন মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button