রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে মুক্তিযোদ্ধা নুরুজ্জামান জোয়ারদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হলো

নীলফামারী জেলা প্রতিনিধি:সৈয়দপুরে অবসর প্রাপ্ত রেলওয়ে কারখানার উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মুক্তিযোদ্ধা নুরুজ্জামান জোয়ারদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে শহরের চাঁদনগরের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি আমৃত্যু প্রগতিশীল চিন্তার ধারক ছিলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি পদে অধিষ্টিত ছিলেন। তার মৃত্যুর খবরে সৈয়দপুর শহরে শোকের ছায়া নেমে আসে। জোহর নামাজ শেষে সামাজিক দূরত্ব মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সৈয়দপুর রেলওয়ে মাঠে। জানাযায় শহরের সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। ধর্মীয় সকল অনুষ্ঠানাদি শেষে তাকে হাতিখানা কবরস্থানে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে গেছেন।
ওই নেতাকে তার কফিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা শাখা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সৈয়দপুর উপজেলা শাখা, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ সৈয়দপুর উপজেলা শাখা, বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সৈয়দপুর উপজেলা শাখা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংরক্ষিত আসনের এমপি রাবেয়া আলীম। আওয়ামী লীগ উপজেলা শাখার সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, আওয়ামী লীগ নেতা প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, পপুলার ল্যাব এন্ড মিশন জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. দেলোয়ার হোসেন, মৎস্যজীবী লীগ সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক আশরাফুল হাসান মামুন তালুকদারসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button