রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে রেলওয়ে স্টেশন মাস্টারের বিরুদ্ধে কমিশন আদায়ের অভিযোগ

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টারের বিরুদ্ধে মালামাল আনলোডে কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। স্টেশনের স্থায়ীদের বাদ দিয়ে বহিরাগত লেবার দিয়ে মালামাল আনলোডের মাধ্যমে ওই কমিশন আদায় করা হচ্ছে। ট্যান্ডেল (সর্দার) নিয়োগের আবেদন করা হলে আবেদনকারীকে তিনি হামলা ও মামলার ভয়-ভীতি প্রদর্শণ করছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট রেড চিলিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছে স্টেশন ইয়ার্ড মালগুদামের লেবার সংগঠন।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ট্যান্ডেল (সর্দার) পদে আবেদনকারী মো. কাইয়ুম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা বিগত কয়ক দশক ধরে রেলওয়ে স্টেশন ইয়ার্ড ও মালগুদাম সাইডের লেবার হিসেবে কাজ করছি। লেবার ট্যান্ডেল আনোয়ারের মৃত্যুর পর থেকে আমি ট্যান্ডেলের মুন্সির দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি এলসির মাধ্যমে ভারত থেকে আনা শতাধিক ওয়াগণ হতে পাথর আনা হয়। স্টেশন মাস্টার আমাদেরকে ওই পাথর আনলোডে প্রতি ওয়াগণ মাত্র ২ হাজার টাকার কথা বলেন। অথচ ওয়াগণ প্রতি ৪ হাজার টাকা করে চুক্তি করা হয়েছে কন্ট্রাকটারের সাথে। আমরা এতে অসম্মতি জানালে মৃত লেবার সরদার আনোয়ারের ছেলেদের সাথে আতাত করে ওই ২ হাজার টাকার বিনিময় বহিরাগত লেবারদের দিয়ে মালামাল আনলোড করাচ্ছেন। বাকি টাকা আনোয়ারের ছেলেরা ও স্টেশন মাস্টার পকেটস্থ করছেন। এতে আমরা পুরাতন লেবাররা প্রতিবাদ করলে আমাদেরকে মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়ার হুমকি দেন ওই স্টেশন মাস্টার। এরই জের ধরে আমি সর্দার পদে আবেদন করলেও রেলওয়ে বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (পশ্চিম) বরাবর আবেদন পত্র প্রেরণ ও নিয়োগ দানে গড়িমসি করা হচ্ছে। এতে অন্যান্য লেবারদের মধ্যে বক্তব্য বলেন, শাহিদ, কছির উদ্দিন, মুরাদ, তৌহিদ লাড্ডান, মান্নান ও আজিজুল ইসলাম।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button