রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে স্পন্দনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে  স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন  স্পন্দনের  প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরবে কাজীপাড়ায় অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচীর সূচনা করা হয়। সেখান থেকে এক বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সন্ধার পর সংগঠনের উপদেষ্টা ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ, বিশেষ অতিথি উপস্থিত  ছিলেন সহকারী কমিশনার (ভুমি) রমিজ আলম,  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ও সাংবাদিক ওমর ফারুক। শুভেচ্ছা বক্তব্য বলেন, সংগঠনের উপদেষ্টা আব্দুল মজিদ প্রামানিক। এছাড়া অন্যান্যদের বক্তব্য বলেন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো: সুমন। আলোচনা সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি মো: সোহাগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,অর্থ বিষয়ক সম্পাদক মো: সম্রাট। উল্লেখ্য এক বছরে সংগঠনটি ১২০ জনকে রক্তদান,করোনা পরিস্থিতে লকডাউন চলাকালীন সময়ে ৫’শ অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করেছে। এছাড়া অসহায় ও দরিদ্র পরিবারের বিবাহযোগ্য কন্যাদের আর্থিক সহয়তা প্রদান করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button