রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের মা মরিয়ম নেছার ইন্তেকাল

নীলফমারী জেলা প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিনের মা মরিয়ম নেছা বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন) বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের কয়া বাঁশবাড়িস্থ নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি  চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর সৈয়দপুর রেলওয়ে মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমাকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়।

মরহুমার মৃত্যুতে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন,  বিএনপি নেতা আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,  প্রভাষক শওকত হায়াৎ শাহ, সৈয়দপুর প্রেস ক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল,হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, পৌর পরিষদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ, মোস্তফা ফিরোজ, ক্রীড়া সংগঠক মো. জোবায়দুর রহমান শাহীন, গণমাধ্যম কর্মী,রেলওয়ে শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতী লীগ, মৎস্য জীবী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

প্রসঙ্গত, মরহুমা মরিয়ম নেছা ছিলেন রেলওয়ে শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সামশুল হক সরকারের সহধর্মিনী এবং হাজারীহাট স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাবেক রেল কর্মচারী মোখলেছুর রহমান ও সামশুল হক মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ কৃষিবিদ এম মুবিন সরকারের মা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button