রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বই বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে  ষষ্ঠ এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বছরের  বই এবং সেই  সাথে  অভিভাবক সমাবেশও  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) লক্ষনপুর চরকপাড়া এলাকায় অবস্থিত নতুন ভবনের তৃতীয় তলায় ওই বইবিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার রেহেনা ইয়াসমিন, উপজেলা পল্লি উন্নয়ন অফিসার আল-মিজানুর রহমান, বাঙ্গালিপুর ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান খাঁন। সভাপতিত্ব করেন
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি বলেন, সাধারণ শিক্ষার পাশা পাশি কারিগরি শিক্ষাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। এজন্য দেশের প্রতিটি উপজেলায় সরকারি ভাবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে। শুধু প্রতিষ্ঠানে বড় বড় বিল্ডিং থাকলে হবে না। শিক্ষার্থীদেরকে পড়ালেখা করার মাধ্যমে মেধাবী ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button