সারাদেশ

যশোরে ঢুকতে গেলে জেলা প্রশাসকের নির্দেশনা মেনে ঢুকতে হবে

যশোর প্রতিনিধি: যশোর জেলায় বাইরের জেলা থেকে কেউ আসলে ইউএনও কিংবা জেলা কন্ট্রোল রুমে জানাতে হবে। এমনটি যশোর ডেপুটি কমিশনার নামে ইংরেজি ফেসবুক আইডিতে ৭ এপ্রিল (মঙ্গলবার) জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আরিফ।

পাঠকদের জন্য লেখাটি হুবহু তুলে ধরা হলো- ‘সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, যশোর জেলায় বাহিরের জেলা থেকে কেউ আসলে (হোক সে যশোর কিংবা অন্য জেলার অধিবাসী) অবশ্যই সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা কন্ট্রোল রুমে ফোন করে জানাতে হবে। এ ব্যাপারে উক্ত ব্যক্তির আত্মীয়-স্বজন/ প্রতিবেশীরা সচেষ্ট ভূমিকা রাখবেন বলে আশা করছি।’

কেউ অন্য জেলা থেকে এসে তথ্য গোপন করে ঘোরা-ফেরা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যশোর। জেলা কন্ট্রোল রুমের ফোন নং-০১৩১৮-২৫২৯২৫, ০১৩১৮-২৫২৯৫০, ০৪২১-৭১০০০, ০৪২১-৭১০০১।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button