সারাদেশ

৬০ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়!

চট্টগ্রামের পাইকারি বাজারে দোকানে টাঙানো মূল্য তালিকার চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির করায় চার দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ জরিমানা করেন।

তৌহিদুল ইসলাম বলেন, ‘দোকানগুলোতে ৬০ টাকা পেঁয়াজের (কেজিপ্রতি) মূল্য তালিকা টাঙিয়ে ১১০ টাকা করে পাইকারিতে বিক্রি করা হচ্ছিল। এটা খুচরা বাজারে গিয়ে আরও বেশি দামে ভোক্তাদের ক্রয় করতে হয়। এ অপরাধে মেসার্স খাতুনগঞ্জ ট্রেডার্সকে ৫০ হাজার, অছি উদ্দিন ট্রেডার্সকে ৪০ হাজার, সৌমিক ট্রেডার্স ও বেঙ্গল ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘খাতুনগঞ্জ ট্রেডার্স মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ টেকনাফ থেকে সরাসরি চট্টগ্রামে নিয়ে আসে। আমদানিশুল্কসহ খাতুনগঞ্জ ট্রেডার্সের প্রতিকেজি পেঁয়াজের দাম পড়ে ৪২ টাকা করে, যা পাইকারি বাজারে কোনোভাবেই ৫৫-৬০ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু দোকানটিতে ৬০ টাকা করে পেঁয়াজের দামের তালিকা টাঙিয়ে ১১০ টাকা করে পাইকারি বিক্রি করা হচ্ছে।’

এছাড়া বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় তিন দোকানকে জরিমানা করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button