খুলনা বিভাগ

ভাঙ্গায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু ঃমৃত্যুর সংখ্যা বেড়ে-২

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জুয়েল মাতুব্বর(৪০) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভাঙ্গা বাজারের জুয়েল গার্মেন্ট্স এর ন্বত্তাধিকারী এই ব্যাবসায়ীর বাড়ি উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে। তার বাবার নাম মোকসেদ মাতুব্বর। ভাঙ্গা উপজেলা স্বা¯হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাক্তার মহসিন উদ্দিন ফকির জানান, ওই দিন সকালে অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে আনা হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। উপজেলা হাসপাতাল থেকে পাঠানো নমুনায় শুক্রবার প্রাপ্ত ফলাফলে তার করোনা পজিটিভ আসে।তবে তিনি দীর্ঘ্যদিন যাবৎ ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। ক্যান্সারের রোগী বলেই তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল বলে জানান এ কর্মকর্তা।

এর ফলে তার স্বজনদের মধ্যে এবং ভাঙ্গা বাজারে ঈদের বেঁচাকেনা করার সময় তার সংস্পর্শে আসা অনেকেই ঝুকির মধ্যে রয়েছেন বলে বিশেষজ্ঞরা মনে করেন।এর আগে গত মঙ্গলবার রাতে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ২ জনে । এ রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙ্গা উপজেলায় মোট ৪৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button