রংপুর বিভাগ
রাণীশংকৈলে টোকিও রেষ্টুরেন্টের উদ্বোধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ইসলামী ব্যাংকের দ্বিতীয় তলায় শুক্রবার ৭ জানুয়ারি বিকালে উন্নত খাবার মান সম্পন্ন টোকিও রেষ্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আ’লীগ সাধারন সম্পাদক তাজউদ্দীন আহমেদ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
প্রভাষক প্রশান্ত বসাক,
কাউন্সিল ইসহাক আলী,টোকিও রেষ্টুরেন্টের মালিক দেলোয়ার হোসেন,
পৌর দোকান ও মালিক সমিতির সভাপতি মো.আলম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ।
এ ছাড়াও পৌরশসভা বিভিন্ন দোকান মালিক, রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ এবং ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথিরা এই রেস্টুরেন্টের খাবারের ও সেবার মান ভাল হলে কাস্টমার ভালো হবে বলে আশা ব্যক্ত করেন।