রংপুর বিভাগ

উলিপুরে নৌকা ডুবি ৩জনের মরদেহ উদ্ধার ১ জন নিখোঁঁজ

উলিপুর(কুড়িগ্রাম) সংবাদদাতা: বৌভাত খেয়ে ৫০জন যাত্রী নিয়ে বাড়ী ফেরার পথে ধরলা নদীতে নৌকা ডুবির ঘটনায় কনের পিতাসহ ৪ জন নিখোঁজের ১৮ ঘন্টা পর ৩জনের মরদেহ উদ্ধার করতে পারলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কামরুজ্জামানের সন্ধান মেলেনি। মর্মান্তিক এই নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধার দিকে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বকসীগঞ্জ ঘাটের অদুরে ধরলা নদীতে। জানা গেছে বুড়াবুড়ি ইউনিয়নের কলাকাটারচর নামক গ্রামে কনে পক্ষ জামাতার বাড়ীতে বৌভাত খেয়ে নৌকাযোগে বাড়ী ফেরার পথে ঝড়ের কবলে পড়লে নৌকা ডুবে যায়। এতে অন্যান্য যাত্রীরা সাতরিয়ে কিনারে উঠলেও কনের পিতা নুর মোহাম্মদসহ ৪ ব্যক্তি নিখোঁজ হন। পরে স্থানীয় ভাবে ওই রাতেই নুর ইসলাম (৫০) ও আমেনা বেগম (৫২) নামে ২জনের মরদেহ উদ্ধার করতে পারলেও অপর ২জনকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয় প্রশাসন রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দিলে সেখান থেকে একটি ডুবুড়ি দল এসে গতকাল বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র নদ থেকে কনের পিতা নুর মোহাম্মদ (৪০) এর মরদেহ উদ্ধার করে। এ রিপোট লেখা পর্যন্ত অপর নিখোঁজ কামরুজ্জামানের কোন সন্ধান মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের। তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে ডুবুড়ি দলের কার্যক্রম পর্যবেক্ষন করছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button