রংপুর বিভাগ

উলিপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় অটোরিক্সার ৬ জন যাত্রী গুরুতর আহত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শ্যামলী পরিবহনের ধাক্কায় অটোরিক্সার ৬ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হ্যালিপ্যাড নামকস্থানে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামলী পরিবহনের একটি গাড়ি যাত্রীসহ উলিপুরে আসার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হ্যালিপ্যাড (তেঁতুলতলা) নামকস্থানে দাঁড়িয়ে থাকা অটোরিক্সাতে ধাক্কা দিলে অটোরিক্সাটি ছিটকে পড়েন। এ সময় অটোতে থাকা যাত্রীরা গুরুত্বর আহন হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আহতরা হলেন উপজেলা পান্ডুল ইউনিয়নের তনুরাম গ্রামের বয়েজ উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩৫), ধরনিবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি গ্রামের মোজাফ্ফরের পুত্র শাহিন (২০), আজিজার রহমানের পুত্র হামিদ (৪০), আব্দুল জব্বাবের পুত্র আবুল হোসেন (৬৫), পৌরসভার শিববাড়ি গ্রামের আঃ গফুরের পুত্র বাবু সরকার (২১) ও দাড়ারপাড় গ্রামের মফিজ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৫৫)।
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা সুভাষ চন্দ্র জানান, একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে কুড়িগ্রাম সদর হাতপাতালে প্রেরন করা হয়েছে। ৫জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্যামলী পরিবহনের গাড়িটি আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক থাকায় আটক করায় সম্ভব হয়নি ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button