রংপুর বিভাগ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত,আশংকাজনক ৪

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী-সৈয়দপুর সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে ৮ জনকে নীলফামারী সদর এবং ২ জনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল দুপুরে ওই সড়কের ইকু জুট প্রেস (সিদ্দিক মোড়) এলাকায় নীলফামারী গামী ব্যাটারী চালিত অটোচার্জারকে বিপরীত দিক থেকে আসা ইট বোঝায় একটি ট্রালি ধাক্কা দিলে সবাই ছিটকে পড়ে। আহতরা হলেন,সদর উপজেলার চাপড়াসরনজামি ইউনিয়নের স্বপন,তানিয়া, মজিদ,মাহিমা, জনি, এনামুল, শিহাব,মিনা, লালবি এবং শহীদ নামের ৭ মাসের এক শিশু।
দুর্ঘটনার পরপরই খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দল আহতদের উদ্ধার করে হাসপাতালে হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম বলেন, ট্রলি এবং অটোবাইক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button