রংপুর বিভাগ

নীলফামারীর ডিমলায় উপজেলা পরিষদের পক্ষে ত্রাণ সহায়তা প্রদান

নীলফামারী জেলা প্রতিনিধি :  সারা দেশের ন্যায় বর্তমান বাংলাদেশে চলমান মহামারি কোভিট-১৯ করোনা ভাইরাস প্রার্দুভাব এড়াতে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের পক্ষে অসহায়, গরীব ও দুস্থ ২০০ শত পরিবারের মাঝে ১০ কেজি চাউল ও নগদ অর্থ ৫০ টাকা করে প্রদান করেন। আজ ৩০ মে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায় এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার (মিন্টু), ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ- মোঃ মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা- মেজবাহুর রহমান, মোফাক্কারুল ইসলাম (পিনু), প্রভাষক, ডিমলা ইসলামিয়া কলেজ, বাবু প্রদীব কুমার সিংহ রায়, সমাজসেবক, খগা খড়িবাড়ী ইউনিয়নের আওয়ামলীগের সাবেক সভাপতি মোঃ হামিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী গুলশানারা বেগম প্রমুখগনের উপস্থিতিতে এসব সহায়তা প্রদান করা হয়। ব্যক্তিদের সহায়তা প্রদানের পূর্বে বক্তারা বলেন, দেশে চলমান প্রাণঘাতি নোভেল ভাইরাসের ছোবল থেকে বাঁচতে সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলার উপর সচেতনতা মূলক করনীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button