রংপুর বিভাগ

রাণীশংকৈলে জেলা পরিষদের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ

রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চলমান প্রাণঘাতী  করোনা পরিস্থিতি মোকাবেলা স্থাসীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি ঠাকুরগাঁও জেলা পরিষদ নিরলসভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২২ মে শুক্রবার আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক প্রতিবন্ধী স্কুলে জেলা পরিষদের পক্ষ থেকে ১৭০ টি কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী চাল, সেমাই, চিনি, সুজি, তেল, গুড়াদুধ সম্মিলিত প্যাকেট দেয়া হয়। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা, জেলা পরিষদের সদস্য এখলাসুর রহমান লিটন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার ( হরিপুর) রবিউল ইসলাম সবুজ, প্রতিবন্ধী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিক হাসান ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। এ সময় সাবেক সাংসদ উপস্থিত সকলকে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা সম্পর্কে বিভিন্ন সর্তকতামূলক পরামর্শ দেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button