জাতীয়
‘কৌশলে’ ঢাকা ছাড়ছে মানুষ

রাতেও থেমে নেই মানুষের ঢাকা ছাড়ার চেষ্টা। সরকারি বিধিনিষেধের পর ‘নানা কৌশলে’ প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা ও ট্রাকে করে বাড়ি যাচ্ছেন অনেকে। সঙ্গী হচ্ছে বাড়তি ভাড়াসহ নানা ভোগান্তি।
সংক্রমণ ঠেকাতে সাত জেলায় কঠোর লকডাউনের পর গণপরিবহন বন্ধ থাকায় ঢাকাকে কার্যত বাইরের অংশের সাথে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাতেও মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ঢাকার নানা প্রান্ত দিয়ে বাড়ির পথ ধরছেন যাত্রীরা।
তারা বলছেন, ঢাকায় আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামে যাওয়া ছাড়া উপায় নেই তাদের।
যাত্রীদের অভিযোগ, বিকল্প পরিবহনে গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া। করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকলেও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অধিকাংশকে।