জাতীয়
হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী গ্রেফতার

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই দিবাগত রাতে গুলশান-২ এর বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র্যাব। একইদিন রাতে পল্লবীতে তার জয়াযাত্রা টিভির অফিসের অভিযান চালানো হয়। পরবর্তীতে ৩০ জুলাই ৩০ জুলাই তার বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ চারটি ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ডে রয়েছেন তিনি। এর বাইরে পল্লবী থানায় আরও একটি মামলা করা হয়েছে।