জাতীয়লিড নিউজ

করোনা কেড়ে নিলো আরও ৩৭ প্রাণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট এক হাজার ৪৯ জন মারা গেলেন।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে যাদের পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্য থেকেন তিন হাজার ১৮৭ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ২০ দশমিক ২১ শতাংশ।

সবমিলিয়ে দেশে ৭৮ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪৬ শতাংশ।

মৃত্যুর হার এক দশমিক ৩৪ শতাংশ জানিয়ে তিনি বলেন, যারা মৃত্যুবরণ করেছেন, তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও সাতজন নারী।

মৃতদের বয়স বিশ্লেষণ করে এই চিকিৎসক বলেন, বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছর বয়সী দুজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী চারজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী আটজন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২২ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী একজন।

‘আর হাসপাতালে মারা গেছেন ২৮ জন ও বাড়িতে ৯ জন।’

নাসিমা সুলতানা বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২০ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, রাজশাহী বিভাগ চারজন, সিলেট বিভাগ তিনজন, বরিশালে দুজন, রংপুর বিভাগে একজন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button