চট্টগ্রাম বিভাগসারাদেশ

সীতাকুণ্ডে অস্ত্রসহ তিন ডাকাত আটক

চট্টগ্রাম প্রতিনিধি: ডাকাতির প্রস্তুতিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
তাদের কাছ থেকে তিনটি ওয়ানশুটারগান, সাত রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটকের পর বুধবার (১০ জুন) তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

আটক তিন ডাকাত হলো- সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকার আবু তালেবের ছেলে মো. ইমাম হোসেন (২০) ও নুরুল আলমের ছেলে মো. ইকবাল হোসেন (২৫) এবং ফকিরহাট এলাকার খোরশেদ আলমের ছেলে মোস্তফা কামাল (২২)।
আসামি ইকবালের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা রয়েছে। আসামিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিলেন।

র‌্যাব কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মামুন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উত্তর সোনাপাহাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেন র‌্যাব সদস্যরা। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শুটারগান, সাত রাউন্ড গুলি এবং বেশকিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button