জাতীয়

করোনা: চকবাজারে এক পরিবারে ১৪ জন আক্রান্ত

পুরান ঢাকার চকবাজারে একটি পরিবারের ১৭ জনের মধ্যে ১৪ জনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।ওই পরিবারের দুইজন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।

চকবাজার থানার ওসি মওদুত হাওলাদার বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন। তিনি জানান আইইডিসিআরে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার আরও ১২ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে।

তিনি যুগান্তরকে বলেন, চক বাজারে এক পরিবারের দুজন করোনাভাইরাসে আক্রান্ত ছিল। কিন্তু মঙ্গলবার আইইডিসিআর থেকে জানানো হয় যে ওই পরিবারের আরও ১২ জনের পরীক্ষায় পজিটিভ এসেছে।এই নিয়ে পরিবারে মোট ১৪ জন আক্রান্ত।

ওসি বলেন, ওই পরিবারে সদস্য সংখ্যা মোট ১৭ জন। এদের মধ্যে ১৪ জনই আক্রান্ত।তবে ওই পরিবারের কেউ মারা যাননি।

তিনি জানান, সড়কটির ওই ভবন ও আশপাশের ভবন লকডাউন করা হয়েছে।চকবাজারে ৫৫ জন কোভিড-১৯ রোগী রয়েছেন।

দেশে ৩৩৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে; তার মধ্যে ১ হাজারের বেশি ঢাকা শহরের, তার মধ্যে দেড় শতাধিক পুরান ঢাকার।মৃত শতাধিক ব্যক্তির মধ্যে অন্তত ২০ জন পুরান ঢাকার।

ভাইরাসের বিস্তার ঠেকাতে ‘লকড-ডাউন’ করা হয়েছে পুরান ঢাকার পাঁচ শতাধিক ভবন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button