জাতীয়

করোনা প্রাদুর্ভাবে সিগারেট উৎপাদন ও বিক্রয় বন্ধের দাবি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে তামাক কোম্পানিগুলোকে সিগারেট উৎপাদন, বিপণন ও তামাক পাতা ক্রয় অব্যাহত রাখার সুযোগ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তামাকবিরোধী ২০টি সংগঠন এ দাবি জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে সংগঠনটি জানায়, ধূমপানের কারণে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। এই সতর্কতা আমলে নিয়ে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে করোনাভাইরাস সংকট মোকাবিলায় সিগারেট বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশে দুটি বহুজাতিক তামাক কোম্পানিকে শিল্প মন্ত্রণালয় সিগারেট উৎপাদন, বিপণন ও তামাক পাতা ক্রয় অব্যাহত রাখার সুযোগ প্রদান করেছে। শিল্প মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য বিরোধী এ পদক্ষেপ জনমনে হতাশা সৃষ্টি করবে।

জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে এ নির্দেশনা প্রত্যাহার করে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিগারেট বিক্রয়ের উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী সংগঠনগুলো।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button