জাতীয়

করোনা ভাইরাস: চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা ২৫০, আক্রান্ত ২

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে এখন পর্যন্ত সর্বমোট ২৫০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে দুইজনের দেহে এ করোনা ভাইরাস পাওয়া গেছে। বাকি ২৪৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

ডা. শেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশান ডিজিজ (বিআইটিআইডি) এ মঙ্গলবার ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিলো। তার মধ্যে দামপাড়া থেকে পাওয়া প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া ব্যক্তি ব্যক্তিটির পুনরায় পজেটিভ এসেছে।

তিনি বলেন, বৃদ্ধের ছেলের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এটার ফলাফল জানা যাবে।

তিনি আরো বলেন, ‘এখন পর্যন্ত সর্বমোট ২৫০ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে দুইজনের দেহে এ করোনা ভাইরাস পাওয়া গেছে। বাকি ২৪৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button