জাতীয়রাজনীতিলিড নিউজ

কোনো কাউন্সিলরের অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না : আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কোনো কাউন্সিলরের অপকর্মের দায় সিটি করপোরেশন নেবে না।

আজ শনিবার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার সরকারি তিতুমীর কলেজের আয়োজিত সুধী সমাবেশে একথা বলেন ডিএনসিসি মেয়র। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগ। এর আগে গুলশান ১ নম্বর সার্কেল থেকে শোভাযাত্রা শুরু হয়ে সরকারি তিতুমীর কলেজে এসে শেষ হয়।

কয়েকজন কাউন্সিলরের অপকর্ম প্রসঙ্গে মেয়র আতিক বলেন, কিছু কাউন্সিলরের নানা অপকর্মের জন্য দুঃখ হয়। তিনি বলেন, ‘আমি নিজে চাঁদাবাজি করি না, কাউকে চাঁদা দিইও না। কেউ যদি মাদক ব্যবসা করে, চাঁদাবাজি করে, দখলদারী করে, আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। এখানে ডিএনসিসির কিছু বলার নেই। যার যার অপকর্মের দায় তার।’

ফুটপাত উচ্ছেদ প্রসঙ্গে মেয়র আতিক বলেন, ‘এক ভাগের কম লোক তাতে অখুশি হয়। তারা ফুটপাতে ব্যবসা করে, চাঁদাবাজি করে। সবচেয়ে দুঃখ লাগে দখল করতে তারা কারও কারও ছবি-ব্যানার টানিয়ে নেয়। আমাদের অবস্থান পরিস্কার, আমরা ফুটপাত দখলকারীদের প্রশ্রয় দেব না।’

বক্তব্যে অপরাধ, জঙ্গিবাদ, মাদকের ব্যবহার কমিয়ে আনতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন আতিক।

সুধী সমাবেশে ঢাকা-১১ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহ, ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন খান পাঠান ফারুক, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ আলম, পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার, গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সঙ্গীত শিল্পী শুভ্র দেব, চিত্রনায়ক রিয়াজ উপস্থিত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button