জাতীয়

শুক্রবার থেকে বেনাপোল দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায়  ৪৬৩৩ জন। আক্রান্ত হয়েছে দেড় লাখের অধিক। একদিনে শুধু ইতালিতে মারা গেছে ১৯৬ জন। ভারতেও ইতিমধ্যে মারা গেছেন ত্রিশের অধিক। আক্রান্ত হয়েছেন কয়েক হাজার।

ভারতীয় সরকার করোনা রুখতে বাংলাদেশের সাথে শুক্রবার দুপুর থেকে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত বন্ধ করে দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব।

এ কর্মকর্তা জানান, ভারত সরকার সে দেশে করোনা রুখতে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারতে যাতায়াত বন্ধ করার জন্য  সংবাদ পাঠিয়েছে। তবে রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ের বিশেষ কোনো কাজের জন্য পাসপোর্ট নিয়ে যাত্রীরা ভারতে যেতে পারবেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button