জাতীয়

চমেকে এবার করোনায় মারা গেলেন চক্ষু চিকিৎসক

চট্টগ্রাম প্রতিনিধি:  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন চক্ষু বিশেষজ্ঞ ও চট্টগ্রাম আই ইনফারমারির সাবেক চিকিৎসক ডা. শহীদুল আনোয়ার।
বুধবার (২৪ জুন) রাতে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির।

জানা গেছে, ডা. শহীদুল আনোয়ার ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির জানান, বেশ কয়েকদিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে ভর্তি হন। করোনা থেকে সুস্থ হলেও তার ফুসফুসের বেশ ক্ষতি হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি মারা যান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button