জাতীয়

চলাচলে বাধা নেই যেসব যান ও কর্মীদের

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং জনস্বার্থে চলাচল ও গমনাগমন নিষেধাজ্ঞা চলছে। এরমধ্যে জরুরি সেবা ও সরবরাহ-শৃঙ্খলা যথাসম্ভব স্বাভাবিক রাখার স্বার্থে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বেশ কিছু শিল্পসংশ্লিষ্ট বাহন ও তার কর্মীরা।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে।

এসময়ে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে যেসব বাহন ও কর্মীরা সেগুলো হলো-

** বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

** চিকিৎসা সেবায় নিয়োজিত এবং ওষুধ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা।

** ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

** নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্যদ্রব্য, শিশু খাদ্য, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য এবং পশু খাদ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

** কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি ইত্যাদি পণ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

** কৃষি পণ্য উৎপাদন, মৎস ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, দুগ্ধ পণ্য উৎপাদন, খাদ্যদ্রব্য উৎপাদনসহ জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

** উপরোক্ত পরিষেবাসমূহ সংশ্লিষ্ট রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা।

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button