জাতীয়

টিএমএসএস’র উদ্যোগে ঢেঁকি প্রকল্প কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ চালের পুষ্টিগুণ ধরে রাখতে ও কর্মসংস্থান তৈরীর লক্ষ্যে টিএমএসএস’র উদ্যোগে ঢেঁকি প্রকল্প কার্যক্রম গত বুধবার ফাউন্ডেশন অফিস ঠেঙ্গামারা বগুড়ায় উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টিএমএসএস এলসিএস এর আয় বর্ধন মূলক কার্যক্রম হিসাবে পুষ্টিবিদগণের পরামর্শে এই কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। উদ্বোধন উপলক্ষে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল চত্ত্বর এলাকায় ইকো পার্কের ঢেঁকি ঘর প্রাঙ্গনে আলোচনায় বক্তব্য রাখেন টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

টিএমএসএস’র আজীবন সদস্য আনোয়ারুল ইসলাম বাচ্চু এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপ-নির্বাহী পরিচালক ডা: মোঃ মতিউর রহমান, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ আয়শা বেগম, পুষ্টি বিশেষজ্ঞ, ডায়াটোলজিষ্ট টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপালের ডা: মোঃ মোস্তফা কামাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন টিএমএসএস নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আব্দুল হান্নান। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রকল্পে কাজের সুযোগ পাবেন স্থানীয় বয়স্ক ও অবহেলিত মহিলা কর্মীরা। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ চালের চাহিদা পূরণে সহায়ক হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button