জাতীয়

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সার্বক্ষণিক অক্সিজেন দিতে হচ্ছে

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সার্বক্ষণিক অক্সিজেন সরবরাহ দিতে হচ্ছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অবস্থা ভালো না। ডা. জাফরুল্লাহ চৌধুরী শারীরিক অবস্থার একটু অবনতি হয়েছে। গতকাল পর্যন্ত অক্সিজেন সাপোর্ট ছাড়াই তিনি স্বাভাবিক ছিলেন। তবে আজ কোনোভাবেই অক্সিজেন ছাড়তে পারছে না। আজ সার্বক্ষণিক অক্সিজেন সহায়তার ওপর আছেন।’

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, ‘আমরা তাকে সাপোর্টিভ ট্রিটমেন্টের ওপর রেখেছি। এতে তার শরীর কীভাবে সাড়া দিচ্ছে তা পর্যবেক্ষণ করে পরবর্তী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর বাইরে বিশেষ কোনো কিছু করছি না।’

ডা. মহিবুল্লাহ খন্দকার আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরীর জ্ঞান আছে। তিনি কথা বলতে পারছেন। আমরা তার সুস্থ হয়ে ওঠার প্রত্যাশায় আছি। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button