রাজশাহী বিভাগসারাদেশ

ব্যক্তি উদ্যেগে উপজেলার চারটি এতিমখানায় ৬৪জনের মাঝে পোশাক বিতরণ

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

ঈদ মানে আনন্দ,ঈদ মানে অন্যরকম কোন কিছু,তাই পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে নিজস্ব অর্থায়নে এতিমদের মাঝে ঈদের নতুন পোশাক দিয়েছে নেশ মোহাম্মদ মন্টু নামের এক ব্যক্তি। আজ ৩০জুলাই বৃহস্পতিবার গোমস্তাপুর উপজেলার ৪টি এতিমখানায় উপস্থিত হয়ে ৬৪ জন এতিম শিশুকে পোশাকগুলি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব  হুমায়ুন রেজা, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান মোঃ  জামাল উদ্দিন মন্ডল, চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ এতিমখানার পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকগণ।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ইসলামনগর মহল্লার মাহবুব আলীর ছেলে উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অফিসে কর্মরত নেশ মোহাম্মদ মন্টুর নিজ অর্থায়নে রহনপুর বিশ্বাসপাড়া দারুল উলুম ইসলামি মাদ্রাসা ও এতিমখানায় ১৪ জন, গোমস্তাপুর চকপুস্তম এ ইউ শিশু সদন (এতিমখানা) ১৪ জন,চৌডালা কেন্দ্রীয় শিশু সদন(এতিমখানা) ২২ জন ও পিড়াশন এতিমখানার ১৪ জনসহ শিশুকে নতুন পোশাক দেয়া হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button