সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে খাদ্য গুদামে ধান,চাল,গম ক্রয় উদ্বোধন

নাটোরে বড়াইগ্রামের বনপাড়া খাদ্য গুদামে গত সোমবার ধান,চাল ও গম ক্রয় উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চাল, ধান ও গম সংগ্রহ কমিটির সভাপতি মোঃ আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কে.এম জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিকাশ চন্দ্র বিশ্বাস, বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাস, ভারপ্রাপ্ত উপজেলা আ’লীগ সভাপতি আব্দুুল কুদ্দুস মিয়াজি, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাতক আবু বক্কর সিদ্দিক সহ স্থানীয় সুধীজন। ফিতা কেটে চাল-গম ক্রয় উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। চলতি বোরো মওসুমে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৬ টাকা কেজি দরে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৭২ মে.টন, ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৭৮০ মে.টন, ৩৫ টাকা কেজি দরে আতপ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৭২ মে.টন এবং ৩০ জুন পর্যন্ত ২৮ টাকা কেজি দরে গম ক্রয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ১১১৯ মে.টন। উদ্বেধনী দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ধান ১ মে.টন, চাল ২০ মে.টন ও গম ১ মে.টন ক্রয় করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button