জাতীয়

ঢাকায় বিনা কারণে বের হলেই জরিমানা

দেশে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ঢাকায় যারা অযথা বাইরে ঘোরাফেরা করছে তাদের জরিমানা করতে শুরু করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ঢাকায় র‍্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আজ অভিযান চালিয়ে এরকম ২৫ জনকে ৮৯,৫০০ টাকা জরিমানা করেছেন। বাড়ি থেকে বের হওয়ার ব্যাপারে সদুত্তর দিতে না পারায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

অন্যদিকে মিরপুর এলাকায় সক্রিয় ছিল র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। অযথা বাইরে বের হওয়া সাত জনকে জরিমানা করছে এই ভ্রাম্যমাণ আদালত।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীর পক্ষ থেকে বলা হয়, এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন চলবে। যারা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবেন তাদের অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়া হতে পারে।

সরকার ঘোষিত সাধারণ ছুটিতে কেউ যেন বিনা কারণে বাইরে ঘোরাঘুরি না করে তা নিয়ে সরকারের থেকে বারবার বলা হলেও অনেকেই রাস্তায় নামছেন অযথা ঘোরাঘুরি করছেন। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কঠোর হওয়ার ঘোষণা এসেছে সেনাবাহিনীর দিক থেকেও।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button