জাতীয়লিড নিউজ

দেশে করোনায় আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১,০৪১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৮৩ জনে। তাদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ২ জন।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৪১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৮ হাজার ৮৬৩ জন।

এছাড়া নতুন করে ৬৬ জনসহ মোট ৩ হাজার ৪২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button