জাতীয়

দেশে নতুন গ্যাস কূপের সন্ধান

কুমিল্লার শ্রীকাইলে নতুন একটি গ্যাস কূপের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বাপেক্স।

গত আগস্ট মাসের ৬ তারিখে এখানে অনুসন্ধান কূপ খনন শুরু করে বাপেক্স। মঙ্গলবার রাত ৮টার দিকে তারা গ্যাস স্তরের বিষয়ে নিশ্চিত হয়।

বাপেক্স জানিয়েছে, ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ড থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

এটির কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলেও জানায় বাপেক্স। গ্যাস ফুরিয়ে যাওয়ার হতাশ খবরের মধ্যেই এই খবরে আশার আলো দেখছে বাপেক্স।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button