বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলের ‘নয়া’ চমক, আনছে গেইমিং স্ট্রিমিং

গেইমিং স্ট্রিমিং প্ল্যাটফর্ম আগামী ১৯ নভেম্বর উন্মোচন করবে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। এছাড়া তারা পিক্সেলের ইভেন্টে স্টেডিয়ার ক্লাউড গেইমিং এর ব্যপারেও ঘোষণা দিবে।
গুগলের তথ্য অনুযায়ী, ক্রোম ট্যাবে ফোর কে রেজুলেশনে ৬০ ফ্রেম পার সেকেন্ড স্ট্রিমিং এ গেম খেলা যাবে। এছাড়া ডেক্সটপ, ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোনে খেলা যাবে। এটির জন্য কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন নেই।

স্টেডিয়ায় ২১ পাবলিশারের ৩১টি গেম থাকবে। প্রথম দিকে আমেরিকা, যুক্তরাজ্য ও কানাডাসহ ১৪টি দেশে ক্লাউড গেইমিং সার্ভিসটি চালু করবে গুগল। তবে গেমটি স্টেডিয়া কন্ট্রোলার ও ক্রোমক্রাস্ট আল্ট্রা ছাড়া খেলা যাবে না। তাই নতুন গেইম খেলতে হলে এই দুইটি ডিভাইস কিনতে হবে। এগুলো কিনতে খরচ হবে ১৩০ ডলার। স্টেডিয়াতে সাবস্ক্রাইব করলে প্রতি মাসে খরচ হবে নয় দশমমিক নয় ডলার।

এছাড়া ফ্রিতেও কিছু গেইম খেলারও সুযোগ দেবে গুগল। ২০২০ সালে ফ্রি সংস্করণে স্টেডিয়া বেজ আসতে পারে। তবে এই সংস্করণের গেমগুলো ফোর কে রেজুলেশনের হবে না। তবে সবগুলো গেমের রেজুলেশন থাকবে ফুল এইচডি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button