জাতীয়

নৌযানের যাত্রীভাড়া ৬০ শতাংশ বাড়ানোর আদেশ বাতিল

করোনাভাইরাস সংক্রমণকালে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে যাত্রীভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র ১ এপ্রিলের আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে। অভ্যন্তরীণ নৌযানের যাত্রীভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএ’র ২০১৩ সালের ২৩ এপ্রিল জারি করা আদেশ আগামী ১১ আগস্ট থেকে পুনরায় কার্যকর হবে। বিআইডব্লিউটিএ মঙ্গলবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে।
এদিকে ১১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে বলে
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার আদেশ জারি করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রণীত সব স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে বিআইডব্লিউটিএ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button