জাতীয়

নৌ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার তার নুমনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে নৌ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান জানিয়েছেন।

বুধবার এ খবর জানিয়ে তথ্য কর্মকর্তা বলেন, “প্রতিমন্ত্রী বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। তার বিশেষ কোনো শারীরিক সমস্যা আপাতত নেই।”

খালিদ মাহমুদ চৌধুরী নবম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ উপজেলা) আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর দশম ও একাদশ সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন। একাদশ সংসদ নির্বাচনের পর তিনি নৌ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

এদিকে, মঙ্গলবার দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এবং নতুন শনাক্ত রোগী উভয়ই বৃদ্ধি পেয়েছে। ওই ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৮০২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে এক হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে তিন লাখ ৪১ হাজার ৫৬ জনে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button