জাতীয়

বাড্ডা-বসুন্ধরায় ২ ভবন লকড ডাউন

দুই বাড়ির দুই বাসিন্দার দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ায় ঢাকার উত্তর বাড্ডা ও বসুন্ধরা আবাসিক এলাকার দুটি ভবন লকডাউন করা হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “উত্তর বাড্ডার খানবাগ রোডের এক ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরপর ওই ভবনটি লকডাউন করা হয়েছে।”

এছাড়াও বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সুদীপ বলেন, “ওই নারী যে ভবনে থাকতেন, সেটি লকডাউন করা হয়েছে। ওই ভবনে ৮টি পরিবার বসবাস করছে।”

বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গত দুদিনে অর্ধশত বেড়ে দেড়শ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জনের মধ্যে ২০ জনই ঢাকার।

দেশের যেসব অঞ্চলে করোনাভাইরাস আক্রান্ত রোগী বেশি, সেসব অঞ্চল লকডাউন করার নির্দেশনা ইতোমধ্যে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button