জাতীয়

বেতন-ভাতার দাবিতে মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বেতন-ভাতার দাবিতে রাজধানী মহাখালীর আমতলী এলাকার একটি গার্মেন্টসের কর্মীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে তারা মহাখালী-বনানীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে গেছে জরুরি সেবার যান চলাচল।

বেলা পৌনে ১২টায় বনানী থানার ওসি নূরে আলম বলেন, ‘অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘গার্মেন্টসটির এই বেতন ভাতা বকেয়ার বিষয়টি নিয়ে বিজিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদফতর এবং কারখানার মালিকপক্ষ বৈঠক হলেও সমাধান হয়নি। আজ সকালে শ্রমিকরা রাস্তা অবরোধ করে বসেন।’

শ্রমিকদের দাবি, কারও এক মাস কারও দুই মাসের বেতন বকেয়া। আন্দোলনের ব্যাপারেও বিজিএমইএকে জানানো হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button