বিজ্ঞান ও প্রযুক্তি

ইসরাইলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেসবুকের মামলা

বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাক করে গোপনে নজরদারির অভিযোগে ইসরাইলে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাংবাদিক ও মানবাধিকার কর্মী সবার ওপর ইন্টারনেটের মাধ্যমে এনএসও নামে ইসরাইলি প্রতিষ্ঠানটি গোয়েন্দাগিরি করত।

চলতি বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত ওই নজরদারি চালায় বলে অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের। খবর ওয়াশিংটন পোস্ট ও আনাদোলুর।

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো জেলা আদালতে ১৫ পৃষ্ঠার অভিযোগ দায়ের করে ফেসবুক। অভিযোকারীদের তালিকায় হ্যাকিংয়ের শিকার শতাধিক সাংবাদিক, মানবাধিকারকর্মী, কূটনৈতিক ও রাজনৈতিক রয়েছেন।

হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান, ইসরাইলি প্রতিষ্ঠান এনএসও খুদেবার্তার মাধ্যমে জনপ্রিয় অ্যাপটি ব্যবহারকারীর মোবাইল ফোন হ্যাক করে তার যাবতীয় তথ্য পাচার করত।

তেলআবিবভিত্তিক ওই প্রতিষ্ঠানটি খুবই গোপনে ও নিখুঁতভাবে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button