লিড নিউজসারাদেশ

বোমা সন্দেহে রাতভর পাহারায় রাখা লাগেজে মিলল খণ্ডিত লাশ

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজের কাছে বোমা সন্দেহে রাতভর পাহারায় রাখা লাগেজে মিলেছে এক যুবকের খণ্ডিত লাশ। সোমবার সকালে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট সেই লাগেজ খুলতেই কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি দেখতে পান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রিজের কাছে রবিবার সকালে লাল রঙের একটি ল্যাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক সদস্য। বিকেলেও লাগেজটি পড়ে থাকতে দেখে মনে সন্দেহ জাগে। পরে সন্ধ্যার দিকে তিনি পুলিশকে বিষয়টি জানান।

এরপরই লাগেজে বোমা থাকতে পারে সন্দেহে রাতভর ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেইসঙ্গে আশপাশের মানুষজনকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনসহ এবং র‍্যাবের সিইও লে. কর্নেল ইফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, ‘ওই যুবকের বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তাকে হত্যার পর লাশ দ্বিখণ্ডিত করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা তার পরিচয় জানার চেষ্টা করছি।’

পুলিশ সুপার বলেন, সোমবার সকাল ৯টার দিকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা লাগেজটি খুলে ভেতরে খণ্ডিত লাশ পান। লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের ধরার জন্য পুলিশ কাজ করছে।’ জানান পুলিশ সুপার।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button