জাতীয়

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত

রাজধানীতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হানিফ মিয়া (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার  রাত দেড়টার দিকে শেরে বাংলা নগরের কলেজ গেট এলাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। নিহত হানিফ নারায়গঞ্জের রুপগঞ্জ উপজেলার থামাছি গ্রামের বুইদ্দা মিস্ত্রীর ছেলে।

র‍্যাব-২ এর ডিএডি আজাদ জানান, রাতে তাদের একটি টহল দল মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিলো। তখন একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের উদ্দেশে গুলি ছোঁড়া হয়। জবাবে র‍্যাবও পাল্টা গুলি চালালে হানিফ মিয়া নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তবে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ হানিফ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রোববার ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএডি আজাদ আরও জানান, নিহত হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button