জাতীয়

রাজধানীর যেসব এলাকায় করোনা রোগী শনাক্ত হয়েছে

প্রায় সারাদেশেই সংক্রমণ ঘটেছে করোনা ভাইরাসের। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪ হাজার ৩৪৮ জন শনাক্ত হয়েছে ঢাকায়। রাজধানীর যেসব এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে মিরপুর, বংশাল, ধানমন্ডি, চক বাজার, গেন্ডারিয়া, গুলশান, হাজারীবাগ, শাহবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মিটফোর্ড, মোহাম্মদপুর, রাজারবাগ, শাখারি বাজার, তেজগাঁও, উত্তরা, ওয়ারি অন্যতম। বুধবার (২৭ মে) সন্ধ্যার পর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী বিষয়টি জানা গেছে।

আইইডিসিআর এর তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত সবথেকে বেশি করোনা ভাইরাস শনাক্ত রোগী ছিল মিরপুরে (১, ২, ৬, ১০, ১১, ১২, ১৩, ১৪, পল্লবী ও পীরেরবাগ) মোট ৬১৪ জন। এরপর মহাখালী ৩৫৬ জন, মুগদায় ২৯৫ জন, যাত্রাবাড়ি ৩১৫ জন, রাজারবাগে মোট ২১৩ জন, মোহাম্মদপুরে ২৮৮ জন, কাকরাইলে শনাক্ত হয়েছেন ২৯৮ জন। এছাড়া, আদাবরে ৪৬ জন, আঁগারগাওয়ে ৮৫ জন, আজিমপুরে ৬২ জন, বাবু বাজারে ১৬১ জন, বাড্ডায় ১২৯ জন, বনানী ৭৪ জন, বংশালে ৯৯ জন, বাসাবো ৮৯ জন, বসুন্ধরা ৫২ জন, ক্যান্টনম্যান্ট এলাকায় ১৭ জন, চাংখারপুলে ৪৫ জন, চকবাজার ৭৯ জন, ধানমন্ডিতে ১৭২ জন, ইস্কাটন ৫২ জন, ফার্মগেইট ৪৮ জন, গেন্ডারিয়া ১০৯ জন, গ্রীনরোডে ৫০ জন, গুলশান ৯৪ জন, হাজারীবাগ ৮০ জন, জুরাইন ৫৩ জন, কল্যানপুর ৩৮ জন, চক বাজারে ৭৯ জন, কামরাঙ্গীর চর ৫৩ জন, খিলগাঁও ১৫১ জন কোতোয়ালিতে ২৯ জন শনাক্ত হয়েছে।

রাজধানীর লালমাটিয়া ৪০ জন, লালবাগে ১৬৪ জন, মালিবাগে ১৩১ জন, মান্ডায় ৩৯ জন, মানিকনগর ৪৫ জন, মিটফোর্ডে ৪৬ জন, মগবাজার ২০৫ জন, নারিন্দা ৪০ জন, নিউমার্কেট ১৪ জন, নাখালপাড়া ৩৭ জন, পান্থপথে ৩০ জন, পল্টন ৫০ জন, পুরানা পল্টনে ২৭ জন, রামপুরায় ৯৫ জন, রমনায় ৬৫ জন, রাজাবাজার ৩১ জন, শাহজাহানপুরে ৩৯ জন, শাহবাগে ৮৪ জন, শাখারি বাজারে ৩২ জন, শান্তিনগর ৫৪ জন, শ্যামলীতে ৮৪ জন, স্বামীবাগে ৫৭ জন, সুত্রাপুর ৪৮ জন, তেজগাঁও ১৮৪ জন, উত্তরায় ২৩৭ এবং ওয়ারিতে ৯৬ জনসহ প্রায় সকল এলাকায়ই কিছু না কিছু রোগী রয়েছে বলে জানা গেছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button