জাতীয়ধর্ম

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

সৌদি আরব, মধ্যপ্রাচ্যসহ বহুদেশে বৃহস্পতিবার পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। শুক্রবার থেকে সেসব দেশে রোজা শুরু হলো।
শুক্রবার বাংলাদেশে ১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠেয় সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ সভাপতিত্ব করবেন।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার রোজা শুরু হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button