জাতীয়লিড নিউজ

২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ৩৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৩৯৯ জনে।  এছাড়া গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস মিলেছে আরও দুই হাজার ৪৮৭ জনের মধ্যে।  ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫৭ হাজার ৬০০ জনে।

করোনাভাইরাস বিষয়ে রোববার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

প্রসঙ্গত, গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করা করোনাভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে।  মৃতের সংখ্যা সাত লাখ ২৯ হাজারের বেশি।  তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি সোয়া ২৭ লাখ প্রায়। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।  আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button