জাতীয়
৩১ মার্চ পর্যন্ত পিএসসির সব পরীক্ষা স্থগিত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সকল পরীক্ষা ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সোমবার পিএসসির এক সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পিএসসি সূত্র জানায়, অনিবার্য কারণে আমরা ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
ওই সূত্রটি জানায়, এই সময় বেশ কিছু নন ক্যাডারের পরীক্ষা নেওয়ার দিন ধার্য ছিল। এখন তা স্থগিত করা হলো। দেশব্যাপী করনা ভাইরাসের প্রভাবেই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে আরেকটি সূত্র নিশ্চিত করেছে।
করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে এর আগে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার।