রাজনীতি

ঢাকা উত্তরের নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন বাতিল ঘোষণা চেয়ে মামলা করেছেন ওই নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে তিনি এই মামলা করেন তিনি। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচিত মেয়র আতিকুল ইসলামসহ আটজনকে মামলায় বিবাদী করা হয়েছে।

তাবিথ দেওয়ালের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমে বলেন, অনুষ্ঠিত হয়ে যাওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচন একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন। এই নির্বাচনে দুর্নীতি–অনিয়ম হয়েছে। যে কারণে এই নির্বাচন বাতিল এবং নির্বাচিত মেয়র আতিকুল ইসলামকে অবৈধ ঘোষণা আদালতের মামলা করেছেন। মামলায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা চেয়ে আবেদন করা হয়েছে।

আদালতের পেশকার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, তাবিথ আউয়ালের মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত। ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম মেয়র পদে বিজয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী তাবিথ আওয়াল।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button